After years , I got my new favorite song. Thank you INDALO, Thank you JOHN Vi
Music video by Indalo performing Ekanto Golaap from the upcoming album, “Uttor Khujchi Dokkhine”
Audio streaming/downloads:
https://ffm.to/ekantogolaap
Indalo on Spotify:
https://sptfy.com/indalo
Lyrics:
তোমার ভেতরে
একা ভেঙে পড়ে কেউ,
চেনা যায় না চোখ
আসছি বলে যায় সরে সেও।
তবু সন্ধ্যায়
তোমার জানলায়
কেউ রেখে যাবে না ফুল
যে যায় সে কি আসে,
যে যায় সে কে আসলে ছিল?
তোমার দিন কেটে যাক চেনা কবিতায়,
কোথাও কেউ নেই তাতে কি আসে যায়
তুমি তোমার —
একান্ত প্রিয় গোলাপ।
তোমার রাত ডুবে থাক চেনা শূন্যতায়,
চলে যায় যাক তাতে কি আসে যায়
কেউ নেই —
পড়ে থাকে একা গোলাপ।
তোমার গল্পেরা
শেষ হয় না জেনে,
আটকে থাকে দিন
সেলফোন আর সাদা সিলিং-এ।
তোমার দিন কেটে যাক চেনা কবিতায়,
কোথাও কেউ নেই তাতে কি আসে যায়
তুমি তোমার —
একান্ত প্রিয় গোলাপ।
তোমার রাত ডুবে থাক চেনা শূন্যতায়,
ছেড়ে যায় যাক তাতে কি আসে যায়
কেউ নেই —
পড়ে থাকে একা গোলাপ।
তোমার দিন কেটে যাক কবিতায়,
চিরচেনা বিষন্নতায় —
তুমি তোমার,
তুমি তোমার।
তোমার রাত ডুবে থাক শূন্যতায়,
তোমার গল্পে তুমি
শুধু তোমার।
আমার দিন কেটে যাক চেনা কবিতায়,
কোথাও কেউ নেই তাতে কি আসে যায়
আমি আমার —
একান্ত প্রিয় গোলাপ।
আমার রাত ডুবে থাক চেনা শূন্যতায়,
ছেড়ে যায় যাক তাতে কি আসে যায়
কেউ নেই —
পড়ে থাকি,
পড়ে থাকে
একা গোলাপ।
পড়ে থাকো
গোলাপ
পড়ে থাকি
গোলাপ॥
Video Credits:
Direction and Cinematography - Monzur Anik
Cast - Aminur Rahman Mukul, Sanjida Preeti
Edit - Monzur Anik, Sumit Kumar Roy Shuvo
Assistant Director - Monorom Polok
Color Grading - Ummid Ashraf
Creative Supervisor - Monzur Anik, Ummid Ashraf, Indalo
Title Design - Kazi Masud Tanvir Rownak
Light Gaffer - Khokon
Special Thanks - KisherShorbot , Sadiqul Islam
Production company - Filmesque and Goopy Bagha productions Limited
In collaboration with BHN Experience
Audio Credits:
Lyrics by Zubair Hasan
Produced by Zubair Hasan and Indalo
Recorded at Studio Nilpoddo, Studio Swami Mix-a-Lot and ATL Studio
Recorded by Swami Ma Banyan and Mehedi Hasan Nil
Mixed by Swami Ma Banyan at Studio Swami Mix-a-Lot
Mastered by Cefe Flynn at Chroma Mastering
Online distribution by Qinetic Music, LLC
#indalo #ekantogolaap
Watch video INDALO | Ekanto Golap LYRICS | একান্ত গোলাপ online, duration hours minute second in high quality that is uploaded to the channel CGI Station 29 April 2024. Share the link to the video on social media so that your subscribers and friends will also watch this video. This video clip has been viewed 2,196 times and liked it 17 visitors.