O Bondhure । ও বন্ধুরে । Anim ft ST Naim । Rafi Shila & Sawon । GMC Sohan । Official Video
Song : O Bondhure
Lyric, Tune & Singer : St Naim
Music : Anim Khan
Cast : Rafi, Shila & Shawon
Flute : Shahid
DOP, EDIT, Color & VFX : GMC Sohan
Lebel : GMC Center
Directed By : GMC Sohan
♪ Available on ♪
iTunes : https://geo.itunes.apple.com/at/album...
Spotify : http://open.spotify.com/album/7aSpFoo...
Saavn : https://www.jiosaavn.com/song/o-bondh...
Gaana : https://gaana.com/song/o-bondhure-9
Wynk : https://wynk.in/u/AM8Ot3urz
Amazon Prime Music : https://music.amazon.in/albums/B0BF5B...
Lyrics
বন্ধুরে ও বন্ধুরে....
ও বন্ধুরে ও বন্ধুরে....
তোরে ছাড়া বাঁচে নারে প্রান বন্ধুরে
তুই বিহনে কে আছে আপন ।
তোরে ছাড়া বাঁচে নারে প্রান বন্ধুরে
তুই বিহনে কে আছে আপন ।
আমার মান কুলো মান সবই গেলো
তোরে দিয়া মন এখন
আর পারিনা সইতে আমি বিচ্ছেদের আগুন ।
তোরে ছাড়া বাঁচে নারে প্রান বন্ধুরে
তুই বিহনে কে আছে আপন ।
তোরে ছাড়া বাঁচে নারে প্রান বন্ধুরে
তুই বিহনে কে আছে আপন ।
তোরে ভালোবাইসা আমি সোপাইছি এমন
তাইতো দিবানিশি আমি কাঁন্দি সারাক্ষণ ।
মন ভোলানো কথা কইয়া, আমারে পাগল করিয়া
সরল মনটা ভাঙ্গাইয়া দিলি কাঁচেরই মতন ।
ও বন্ধুরে ও বন্ধুরে....
ও বন্ধুরে ও বন্ধুরে....
তোরে ভালোবাইসা আমি সোপাইছি এমন
তাইতো দিবানিশি আমি কাঁন্দি সারাক্ষণ ।
মন ভোলানো কথা কইয়া, আমারে পাগল করিয়া
সরল মনটা ভাঙ্গাইয়া দিলি কাঁচেরই মতন ।
আমার মন মানেনা তোরে ছাড়া
শোনে না বারন এখন
কেন গেলি আমারে ভুইলা
পাই না তার কারন ।
তোরে ছাড়া বাঁচে নারে প্রান বন্ধুরে
তুই বিহনে কে আছে আপন ।
তোরে ছাড়া বাঁচে নারে প্রান বন্ধুরে
তুই বিহনে কে আছে আপন ।
আগে যদি জানতাম আমি করবি তুই এমন
দেখতাম নারে তোরে নিয়া পিরিতের স্বপন ।
তোরে চিনতে ভুল কইরাছি
তোর প্রেমে আমি মইরাছি
তোর মনেতে কেউ ছিলো বুঝলাম তা এখন ।
ও বন্ধুরে ও বন্ধুরে....
ও বন্ধুরে ও বন্ধুরে....
আগে যদি জানতাম আমি করবি তুই এমন
দেখতাম নারে তোরে নিয়া পিরিতের স্বপন ।
তোরে চিনতে ভুল কইরাছি
তোর প্রেমে আমি মইরাছি
তোর মনেতে অন্য কেউ ছিলো বুঝলাম তা এখন ।
আমার মনে তোর পিরিতের দাগা
অন্তরে দহন বন্ধু
তোরে ভোলার আগে আমার
হয় যেন মরন ।
তোরে ছাড়া বাঁচে নারে প্রান বন্ধুরে
তুই বিহনে কে আছে আপন ।
তোরে ছাড়া বাঁচে নারে প্রান বন্ধুরে
তুই বিহনে কে আছে আপন ।
#o_bondhure
#ও_বন্ধুরে
#anim_khan
#st_naim
#rafi
#shila
#sawon
#officialvideo
#gmc_center
#banglasong
#gmcsohan
Watch video O Bondhure । ও বন্ধুরে । Anim ft ST Naim । Rafi Shila & Sawon । GMC Sohan । Official Video online, duration hours minute second in high quality that is uploaded to the channel GMC Center 30 December 2019. Share the link to the video on social media so that your subscribers and friends will also watch this video. This video clip has been viewed 17,080,304 times and liked it 83 thousand visitors.